ভগবান বুদ্ধের স্মরণে, গড়িয়া বুদ্ধ বিহার ( গড়িয়া বুদ্ধ সংস্কৃতি সংসদ ) – এ গিয়েছিলাম

Events

ভগবান বুদ্ধের স্মরণে, গড়িয়া বুদ্ধ বিহার ( গড়িয়া বুদ্ধ সংস্কৃতি সংসদ ) – এ গিয়েছিলাম। বৌদ্ধ ভিক্ষু দের সঙ্গে আধ্যাত্মিক পরিবেশে ভগবান বুদ্ধের কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করলাম। এখানে এলেই পরম মানসিক শান্তি অনুভূত হয়, তাই বারবার ছুটে যাই ভগবান বুদ্ধের স্মরণে।

https://x.com/anirbanganguly/status/1791094345887539396

Events
বারুইপুর পশ্চিম মন্ডল ১ ও ২ – এ জনসংযোগ যাত্রায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী…..

বারুইপুর পশ্চিম মন্ডল ১ ও ২ – এ জনসংযোগ যাত্রায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। মোদী গ্যারান্টির ওপর মানুষ ভরসা রেখেছেন।

Events
ভাঙ্গড় মন্ডল ২, জনসংযোগ যাত্রায় মোদী পরিবারের সদস্যরা..

ভাঙ্গড় মন্ডল ২, জনসংযোগ যাত্রায় মোদী পরিবারের সদস্যরা। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি কে জয়ী করার আহ্বান জানিয়ে দলীয় কর্মী সমর্থক দের সঙ্গে ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয় জনতার মাঝে, জনতার সাথে।

Events
ভারতীয় জনতা পার্টি কে বিপুল ভোটে জয়ী করার এবং শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে শক্তিশালী

ভারতীয় জনতা পার্টি কে বিপুল ভোটে জয়ী করার এবং শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে শক্তিশালী সরকার গড়ে তোলার আহ্বান জানিয়ে অসংখ্য কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী দের সঙ্গে জনসংযোগ যাত্রায় যোগ দিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয়।