এতদিন যে বর্ডার রোড অর্গানাইজেশন BRO-কে গুরুত্ব দেওয়া হয়নি,গত ছয়বছরে BRO কে গুরুত্ব দেওয়া হয়েছে।

Video Gallery


এতদিন যে বর্ডার রোড অর্গানাইজেশন BRO-কে গুরুত্ব দেওয়া হয়নি,গত ছয়বছরে BRO কে গুরুত্ব দেওয়া হয়েছে। নেহেরু বর্ডারের পরিকাঠামোর কথা ভাবেননি এবং কংগ্রেস বিগত দশবছর ক্ষমতায় থাকার সময় হিমালয়সংলগ্ন অঞ্চলের বর্ডারে কোনরকম পরিকাঠামো তৈরী করেনি। ১১ই মে অধীররঞ্জন বাবু চীনকে বিষাক্ত সাপ বলে টুইট করেছিলেন, তারপর কার কথায় সেই টুইট ডিলিট করতে বাধ্য হয়েছেন?যে কংগ্রেস আজ এত বড়বড় কথা বলছে,তারা কেন অধীরকে টুইট ডিলিট করতে বাধ্য করেছিল। এবং ডোকলামের সময় যখন চীনের সেনা আমাদের সেনাদের সাথে হাতাহাতি চলছে, রাহুল গান্ধী সপরিবারে চাইনিজ এম্বাসিতে গিয়ে তাদের সাথে স্যুপ খাচ্ছিলেন। ২৪ঘন্টা হয়ে গেলেও সীতারাম এন্ড কোম্পানি চীনের আগ্রাসন নিয়ে চীনের নিন্দা করছেনা কেন? আমরা স্বীকার করেছি আমরা আমাদের কতজন সৈনিককে হারিয়েছি কিন্তু চীন সে তথ্য লোকাচ্ছে। চিনের সেনা সরে যেতে বাধ্য হয়েছে ১০০শতাংশ পরিষ্কার হয়ে গেছে এলাকা , ভারতীয় সেনাকে ফুল অপারেশন ডিসিশান মেকিং পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। বেজিং অলিম্পিকের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চীন সরকারকে নিমন্ত্রণ করেনি কিন্তু গান্ধী পরিবারকে নিমন্ত্রণ করা হলো, গান্ধী পরিবার তাদের টাকায় অলিম্পিক দেখলেন,সেখানে থাকলেন খেলেন এবং সেখানে কমিউনিস্ট পার্টির সাথে মিটিং করলেন কেন?

Video Gallery
“My Speech on ‘One Nation One Election’

শহীদ ভগৎ সিং কলেজ, SBSC স্টুডেন্ট ইউনিয়ন এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় “এক দেশ এক নির্বাচন” বিষয়ে আমার বক্তব্য

Video Gallery
Reflections on Bangladesh’s Political Turmoil

” Implications of the Political Turmoil in Bangladesh” বিষয়ক দুই দিনব্যাপি আলোচনা সভায় বিদায়ী ভাষণ – এ আমার বক্তব্য। উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্টজন এবং নবীন শ্রোতাগন। India International Centre, New Delhi.