শাসকদলকে “জমিদার” বলে কটাক্ষ বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির
- By : Anirban Ganguly
- Category : In News
বেজে গেছে ভোটের দামামা। এক একটা দিন করে এগিয়ে আসেছে লোকসভা ভোটের দিন। তাই রাজনৈতিক নেতাকর্মীদের ব্যস্ততা পড়ছে চোখে পড়ার মতন। দিবারাত্রি নিজেদেরকে নিংড়ে দিচ্ছে জনসংযোগ তৈরি করতে। নির্বাচনী প্রচারে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা।তেমনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাতে তাদের অভাব অভিযোগ শুনতে সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে ওনাকে দেখা যায় টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রিজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত রোড শো করতে। আবার বিকেলে দেখা যাচ্ছে যাদবপুর স্টেশন থেকে তালপুকুর পর্যন্ত জনসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করতে। ক্ষণিকের মধ্যে এবার পৌঁছে যাচ্ছে সোনারপুর মোড়ে। বলা বাহুল্য অন্যান্য প্রার্থীরা যখন দিনে একবার খুব বেশী হলে দুইবার প্রচারে বেরোচ্ছে, সেখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায় কিন্তু দিনে তিনটি আলাদা আলাদা জায়গায় প্রচারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। প্রচারে ওনাকে দেখা যাচ্ছে ৮ থেকে ৮০ সবার সাথেই সমান ভাবে মিশে যেতে। আর প্রার্থীকে সামনে পেয়ে তারাও নিজেদের একজন ভেবে মনের কথা বলে যাচ্ছেন নির্দ্বিধায় আর উনিও মন দিয়ে শুনছেন প্রতিটি কথা
আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি গতকাল জানান,” যাদবপুরের ইতিহাস দেখলে বোঝা যায়, এর ইতিহাস অবহেলার ইতিহাস। ২০০৯ সাল থেকে যারাই এখানে নির্বাচিত হয়েছে তারাই এখানে মানুষের পাশে থাকেনি, মানুষের সাথে থাকেননি। পার্লামেন্টে মোদী বিরোধিতা ছাড়া যাদবপুর কে নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি। সংকটের সময়, কোভিড -এর সময় পাশে থাকেননি, আমাদের কার্য কর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই যাদবপুরের ইতিহাসকে পরিবর্তন করতে হবে, আর সেটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি পারবে।”