যাদবপুরে ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উদ্যমী প্রচার মিছিলে জনতার ঢল।

In News

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:-যাদবপুর লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচারের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে, যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির মনোনীত প্রার্থী, ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় সক্রিয়ভাবে ভোটারদের সাথে জড়িত রয়েছেন। টালিগঞ্জ বিধানসভার উষা ব্রিজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত একটি রোডশোর করেন কর্মী সমর্থকদের নিয়ে।

ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সকল ভোটারদের আশীর্বাদ এবং সমর্থন চান। রোডশো প্রাণবন্ত হয়ে উঠেছিল উৎসুক জনতার ভীড়ে। এই রোডশো দুপুর পর্যন্ত চলতে থাকে। মধ্যাহ্নভোজের পর যাদবপুর স্টেশনের কাছে থেকে শুরু হয় পদযাত্রা, চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত । প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ যাত্রা করার পর তাল-পুকুর এলাকায় জনসংযোগ যাত্রা শেষ হয়।

জনসংযোগের যাত্রার পর, ড. গঙ্গোপাধ্যায় তালপুকুর এলাকায় একটি সমাবেশে বক্তৃতা করেন, যেখানে তিনি ৩৭০ অনুচ্ছেদে বিরোধীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য CPI(M) এবং কংগ্রেসের সমালোচনা করেন। ডঃ গঙ্গোপাধ্যায় বলেন মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ” নীতি কে ফলশ্রুত করতে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিপুল ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। সেই সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যাতে জয়লাভ করে তার জন্য সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করলেন ড অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়।

এই ঘটনাগুলির পটভূমিতে, ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোর মতামত দিয়েছেন যে বিজেপি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রে ভাল পারফরম্যান্স করতে পারে। তবে, বিজেপি কতটা আসন পেতে পারে তা জল্পনা-কল্পনার বিষয়। তা দেখার জন্য নির্বাচনের সপ্তম পর্বের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩৫টি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও , সপ্তম দফা নির্বাচনের শেষে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্ব শেষ পর্যন্ত কটা আসন কেন্দ্রীয় সরকারকে উপহার দিতে পারে সেটা সময়ই বলে দেবে।

In News
प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के नेतृत्व में भगवान बुद्ध की शिक्षाओं से जुड़ी पाली भाषा के प्रचार-प्रसार और संरक्षण के प्रयास अद्वितीय एवं सराहनीय हैं।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के नेतृत्व में भगवान बुद्ध की शिक्षाओं से जुड़ी पाली भाषा के प्रचार-प्रसार और संरक्षण के प्रयास अद्वितीय एवं सराहनीय हैं। भारतीय संस्कृति और बौद्ध परंपरा की इस अनमोल धरोहर को संजोना हम सभी की ज़िम्मेदारी है। पालि : भारत की शास्त्रीय भाषा और बुद्ध …

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …