বারাইপুরে এস পি অফিসে অবস্থান বিক্ষোভ ও টালিগঞ্জে জনসংযোগ, জোড়া কর্মসূচিতে ডঃ অর্নিবান গঙ্গোপাধ্যায়।

In News

যাদবপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বেজে গেছে ২০২৪ এর লোকসভা ভোটের যুদ্ধের দামামা। প্রায় প্রতিটি দলই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রতিটি দলেরই প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছে। বিনা যুদ্ধেএক ইঞ্চি জমিও কেউ ছেড়ে দিতে রাজি নয়। এবার কলকাতার যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর থাকবে সকলের।

এখানে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডঃ অর্নিবান গঙ্গোপাধ্যায়। হাতের তালুর মতন চেনা এই কেন্দ্র এলাকায় তিনি তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রথম দিন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিনিই তিনি প্রচারে নামছেন বিভিন্ন এলাকায়। আজও যাদপুরে বিজেপি মনোনীত প্রার্থী অর্নিবান বাবু তাঁর প্রচারে ঝড় তুললেন। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে জোড়া কর্মসূচিতে তিনি নিজেকে সারাদিন ব্যস্ত রাখেন।

আজ তাঁর প্রথম কর্মসূচি শুরু হয় সকাল ৮.৩০টা য়।
বাঁশদ্রোনি বাজার থেকে শুরু করে নেতাজী নগর স্ট্যাচু পর্যন্ত জনসংযোগ (টালিগঞ্জ বিধানসভা 98 নম্বর ওয়ার্ড) করেন। মনুষের উপিস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। মানুষের আবেগ ও উচ্ছাসে ভেসে যান তিনি। শাসক দলের গড় বলে পরিচিত বাঁশদ্রনী বাজার অঞ্চলে বাড়ির মহিলারা বেরিয়ে এসে আশীর্বাদ করলেন বিজেপি র অনির্বাণ বাবুকে। সকল মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন ভোটে জিতলে সকল সমস্যা সমাধানের চেষ্টার।

এরপর তিনি বারাইপুর এস পি – অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হন। ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। সোনারপুর থানা এলাকায় কিছুদিন আগে এক মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনাকে সামনে রেখে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি। তাঁর বক্তব্যে শাসক দলের প্রতি তীব্র আক্রোশ ঝড়ে পরে। পশ্চিমবঙ্গের সর্বত্র নারী নির্যাতন – ধর্ষণ – খুন ও মায়ের সম্মানহানির বিরুদ্ধে এবং নারী সুরক্ষার দাবিতে চলে এই অবস্থান বিক্ষোভ। তিনি বলেন, রাজ্যের শাসকদল – এর মদতপুষ্ট সমাজবিরোধী দের দ্বারা সর্বত্র মা – বোনেরা নির্যাতিত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন অনৈতিক কর্যকলাপের বিরুদ্ধে তিনি সোচ্চার হন। পাশাপাশি, তিনি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তাঁর আজেকের এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।

In News
प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के नेतृत्व में भगवान बुद्ध की शिक्षाओं से जुड़ी पाली भाषा के प्रचार-प्रसार और संरक्षण के प्रयास अद्वितीय एवं सराहनीय हैं।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के नेतृत्व में भगवान बुद्ध की शिक्षाओं से जुड़ी पाली भाषा के प्रचार-प्रसार और संरक्षण के प्रयास अद्वितीय एवं सराहनीय हैं। भारतीय संस्कृति और बौद्ध परंपरा की इस अनमोल धरोहर को संजोना हम सभी की ज़िम्मेदारी है। पालि : भारत की शास्त्रीय भाषा और बुद्ध …

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …