আসানসোল দক্ষিণ হোক বা যাদবপুর…, সায়নী ঘোষকে নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

In News

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মঙ্গলবার রাতে বারুইপুর জেলা বিজেপি কার্যালয়ে, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নিলেন বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্যও করলেন তিনি।

যাদবপুরে এ বার ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত অনির্বাণ গত ২০২১ সালের বিধানসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন বোলপুর থেকে। তথাকথিত ‘বামদুর্গ’ হিসাবে পরিচিত যাদবপুরে এ বার তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকায় নাম ঘোষণার পরই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অনির্বাণ। মঙ্গলবার রাতে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে জেলা পার্টি কার্যালয়ে আসেন শুভেন্দু।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে শুভেন্দু বলেন, “যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে, সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে। এটা এডুকেটেড এলাকা। এখানে বাবা মহাদেবকে নিয়ে যা কাণ্ড করে রেখেছেন আর যে ভাষায় কথাবার্তা বলেন, এখানকার লোক অ্যাকসেপ্ট করবেন না। এখানকার লোক ভীষণ সচেতন, শিক্ষিত। এখানে বেকার বেশি থাকতে পারে, পেনশনার বেশি থাকতে পারে, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে, কিন্তু এখানকার লোক জানে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে।”

সংবাদিকরা জানতে চান, ‘শিবরাত্রি’র বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কিছু বলবেন? তৎক্ষণাৎ শুভেন্দুর জবাব, “পাবলিকই বলবে, আসানসোলেও বলেছে।”

প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে সায়নীকে প্রার্থী করেছিল জোড়াফুল শিবির। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন তিনি।

Source: https://coalfieldtimes.com/state/suvendu-adhikari-on-saayone-ghosh/

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …