আসানসোল দক্ষিণ হোক বা যাদবপুর…, সায়নী ঘোষকে নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

In News

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মঙ্গলবার রাতে বারুইপুর জেলা বিজেপি কার্যালয়ে, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নিলেন বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্যও করলেন তিনি।

যাদবপুরে এ বার ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত অনির্বাণ গত ২০২১ সালের বিধানসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন বোলপুর থেকে। তথাকথিত ‘বামদুর্গ’ হিসাবে পরিচিত যাদবপুরে এ বার তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকায় নাম ঘোষণার পরই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অনির্বাণ। মঙ্গলবার রাতে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে জেলা পার্টি কার্যালয়ে আসেন শুভেন্দু।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে শুভেন্দু বলেন, “যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে, সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে। এটা এডুকেটেড এলাকা। এখানে বাবা মহাদেবকে নিয়ে যা কাণ্ড করে রেখেছেন আর যে ভাষায় কথাবার্তা বলেন, এখানকার লোক অ্যাকসেপ্ট করবেন না। এখানকার লোক ভীষণ সচেতন, শিক্ষিত। এখানে বেকার বেশি থাকতে পারে, পেনশনার বেশি থাকতে পারে, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে, কিন্তু এখানকার লোক জানে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে।”

সংবাদিকরা জানতে চান, ‘শিবরাত্রি’র বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কিছু বলবেন? তৎক্ষণাৎ শুভেন্দুর জবাব, “পাবলিকই বলবে, আসানসোলেও বলেছে।”

প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে সায়নীকে প্রার্থী করেছিল জোড়াফুল শিবির। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন তিনি।

Source: https://coalfieldtimes.com/state/suvendu-adhikari-on-saayone-ghosh/

In News
सिक्किम में एक राष्ट्र एक चुनाव पर सम्मेलन का आयोजन किया गया।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का धन्यवाद जिनके नेतृत्व में इस पहल की शुरुआत हुई और आम जनमानस के बीच सार्थक चर्चा हो रही है। https://www.facebook.com/thesikkimtoday/videos/998716488481036/?rdid=bRqwQzWA8aM7AWmt  

In News
“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा !

“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा ! https://www.facebook.com/khabarsamay/videos/1219709386442272/?rdid=0YfUyztuMFO3Q9rx