“কালা দিবস” – ২ মে – বারুইপুর ও ধর্মতলা । পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসাপরায়ন হিংসাত্মক রাজনীতি ও শাসনের অবক্ষয়- এর বিরুদ্ধে প্রতিবাদ।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery
Video Gallery
“কালা দিবস” – ২ মে – বারুইপুর ও ধর্মতলা । পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসাপরায়ন হিংসাত্মক রাজনীতি ও শাসনের অবক্ষয়- এর বিরুদ্ধে প্রতিবাদ।
৩ মে – দিল্লী’তে ‘Lawyers for Justice ‘ এর আলোচনা সভায় বিশ্ব – হিন্দু পরিষদের আন্তর্জাতিক ওয়ার্কিং প্রেসিডেন্ট ও প্রবীণ আইনজীবী শ্রী আলোক কুমার, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী এস. এন. ধিংরা, প্রমুখের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হার্মাদদের বিজেপি কর্মী – সমর্থকদের ওপর পৈশাচিক অত্যাচার – খুন – বাড়ি পুড়িয়ে দেওয়া, রাজ্যে বোমা – বারুদের কারখানা, নারী নির্যাতন, হিন্দু দের ওপর অত্যাচার – হিন্দু মন্দির ধ্বংস, চরম দুর্নীতি ও “রামনবমী” (২০২৩) এর পবিত্র উৎসবে শাসকের গুন্ডামি, রাজ্যে শাসনের চূড়ান্ত অবনতি, ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরলাম।