কামারহাটি ২ নং মন্ডলের ৬৩, ৬৪ নং বুথে (দমদম লোকসভা) আজ প্রধানমন্ত্রী জীর ‘মনকিবাত’ অনুষ্ঠান শুনলাম।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

কামারহাটি ২ নং মন্ডলের ৬৩, ৬৪ নং বুথে ( দমদম লোকসভা) আজ প্রধানমন্ত্রী জীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলাম। উপস্থিত ছিলেন মাননীয় জেলা সভাপতি শ্রী অরিজিৎ বক্সী, মণ্ডল সভাপতি শ্রী সুদীপ্ত রায়, জেলা সম্পাদক শ্রী মৃণাল মুখার্জি, এবং অন্যান্য কার্যকর্তাগন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জীর প্রত্যেকটি বক্তব্য ছিলো গভীর মর্মস্পর্শী এবং অনুপ্রেরণামূলক। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে।