মুখ্যমন্ত্রী ও তাঁর দল কি আদৌ আদিবাসীদের কথা ভাবেন, প্রশ্ন তুললেন অনির্বাণ

In News

দেবী ভট্টাচার্য, কলকাতা: সাড়ে তিন বছর আগে গরমের এক দুপুরে আচমকা জঙ্গলমহলে শুকিয়ে গিয়েছিল শাসকের মুখের হাসি৷ পরিবর্তে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার রুক্ষ-তল্লাটে উঠেছিল গেরুয়া আবিরের ঝড়৷ একুশের বিধানসভায় শাসক সেই ড্যামেজ কন্ট্রোলে সক্ষম হলেও এলাকার বর্তমান রাজনৈতিক চিত্র অন্য আভাস দিচ্ছে৷ উনিশের লোকসভা ফলের পুনরাবৃত্তি তেইশের পঞ্চায়েতে হবে কি না, চর্চা শুরু হয়েছে পাহাড়ে জঙ্গলে ঘেরা তল্লাটে৷ ঝটিতি সফরে এরাজ্যে এসে সেই জল্পনাকেই তাতিয়ে গেলেন মোদী-শাহের ঘনিষ্ঠবৃত্তের নেতা, বিজেপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)৷

আইসিসিআরে দলীয় কর্মসূচি শেষে একান্ত সাক্ষাৎকারে ‘খাসখবর’কে অনির্বাণ বললেন, রাষ্ট্রপতি সম্পর্কে তৃণমূলের মন্ত্রী অখিল গিরির করা কুরুচিকর মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ বরং আদিবাসী জনজাতির সম্পর্কে দলের অবস্থানটাই স্পষ্ট করেছেন অখিল৷ এবং ‘ক্ষমা প্রার্থনা’র মোড়কে আদতে অখিলের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, ‘‘এই সরকার আদিবাসীদের ভোট নিয়ে চিন্তিত, কিন্তু তাঁদের জীবন-জীবিকা ও বেঁচে থাকার মানোন্নয়ন নিয়ে ছিটেফোঁটাও ভাবিত না৷’’

অনির্বাণের কথায়, ‘‘ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে পশ্চিমবাংলার একজন ক্যাবিনেট মন্ত্রী (অখিল গিরি) যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন, ওকে বকে দেওয়া হয়েছে! পরের বার হলে অ্যাকশন নেওয়া হবে! অর্থাৎ আদিবাসীদের ক্ষেত্রে এমনটা করা যেতেই পারে, এটাই এদের মানসিকতা! জনজাতি সমাজের বিকাশ, তাঁদের উন্নতি, ক্ষমতায়ন সম্পর্কে এই সরকার একেবারেই সিরিয়াস না৷ তৃণমূল আদিবাসী জনজাতির ভোট চায়৷ তারা পিছিয়ে পড়া এই জনজাতিকে নিয়ে রাজনীতি করতে চায়, কিন্তু তাঁদের উন্নয়ন, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছুই করতে চায় না, সেটা স্পষ্ট৷ তা না হলে তো মুখ্যমন্ত্রী আগে ওই মন্ত্রীকে রিজাইন দেওয়ানো করাতেন!’’

অর্থাৎ রাষ্ট্রপতি ইস্যুতে অখিলের কুকথা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও সহজে যে এই বির্তকের আগুন নিভবে না, বরং পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই শাসকের বিড়ম্বনা বাড়াতে এই ইস্যুতে গেরুয়া শিবির আন্দোলনের ফলাকে আরও ধারাল করবে, সেটাও পরোক্ষে স্পষ্ট করেছেন ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রির্সাচ ফাউন্ডেশনের ডিরেক্টর৷ দিল্লি থেকে সটান গ্রাম বাংলার অলিন্দে ঢুঁ মারতে অভ্যস্ত অনির্বাণ (Anirban Ganguly)৷ বলছেন, ‘‘আদিবাসী জনজাতি সমাজের বিকাশে সারা ভারতবর্ষে যে ধরণের পরিকল্পনা, কাজ এবং অগ্রগতি হয়েছে পশ্চিম বাংলায় তার ছিটেফোঁটাও উন্নয়ন হয়নি৷ এই বিষয়ে তৎপর হতে হবে৷’’ যেটা বলেননি, ইঙ্গিতে স্পষ্ট করতে চেয়েছেন, সেটা হল আদিবাসী প্রশ্নে পঞ্চায়েতে ভোটে শাসকের ব্যাথা বাড়াতে ফের জঙ্গলমহলে ঝাঁপিয়ে পড়বে গেরুয়া শিবির৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনির্বাণের ইঙ্গিত ‘কাজে’ পরিণত হলে শাসকের বিড়ম্বনা আরও বাড়বে৷ কারণ, হাজারও গোষ্ঠী এবং হাজারও কোন্দলে বিদ্ধ শাসকের অন্দরের ফাটল আরও চওড়া হতে পারে, পঞ্চায়েতের প্রার্থী তালিকা প্রকাশের পর৷ সেই অপেক্ষাতেই রয়েছে গেরুয়া শিবির৷ উদ্দেশ্য একটাই, শাসকের ১৬ আনা ক্ষোভকে কাজে লাগিয়ে উনিশের স্টাইলে তেইশেও ১৮ আনা ফসল ঘরে তোলা!

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …