দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলী মানিকপীর এলাকার মানুষের সঙ্গে কথা বললাম।

Video Gallery


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলী মানিকপীর এলাকার মানুষের সঙ্গে কথা বললাম। এখানেও এ রাজ্যের শাসকের মানসিকতা একই রকম। এখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিপুল পরিমাণ টাকা এলেও রাজ্যের তৃণমূল সরকার প্রকল্পের রূপায়ন করে না। যে ওয়ার্ডগুলিতে বিজেপি বেশি ভোট পেয়েছে, সেখানে এই সরকার ইচ্ছাকৃতভাবে উন্নয়ন প্রকল্পের কাজ করে না। মোদী সরকার যেখানে ভারতবাসীকে ২০০ কোটি করোনা টিকা দিয়েছেন, সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে মোদীর টিকা না নিতে নির্দেশ দিয়েছেন। আবার করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল সরকার যেমন বেছে বেছে নিজের দলের লোকজনকে সুবিধা দিয়েছিল, তেমনি কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প থেকে, আবাস যোজনার টাকা থেকে, রাস্তাঘাট নির্মাণ থেকে এখানকার বিজেপি কর্মীদের বঞ্চিত করেছে। করোনা-কালে কেন্দ্রীয় সরকারের পাঠানো চালও মানুষকে না দিয়ে বিক্রি করা হয়েছে। কেন্দ্রের টাকা কোথায় গেল, কোন্ খাতে খরচ হল- এই হিসেব রাজ্যের মানুষ তৃণমূল নেতাদের দোরে দোরে গিয়ে চাইতেই পারে। কেন্দ্রীয় সরকারের পাঠানো হাজার হাজার কোটি টাকার হিসেব এ রাজ্যের সরকারকে দিতেই হবে। মানুষ শীঘ্রই সেই দিন আনতে চলেছে। বিজেপি শীঘ্রই পশ্চিমবঙ্গের নব্য ফ্যাসিবাদের অবসান ঘটাবে বলে আশা রাখি।
#dranirbanganguly