আপনাদেরই কিন্তু বলির পাঁঠা করা হচ্ছে, নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বার্তা অনির্বাণের

In News

সুমন বটব্যাল, কলকাতা: হাওড়ার আমতার পর এবার বীরভূমের রামপুরহাট৷ আনিস কাণ্ডে বিভাগীয় শাস্তির মুখে পড়েছিলেন থানার ওসি৷ রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার অব্যাহতি পরেই ‘ক্লোজ’ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদ ও ওসি ত্রিদীপ প্রামাণিককে৷ আপাত দৃষ্টিতে দুটি ঘটনার মধ্যে বিস্তর ফারাক থাকলেও যেভাবে আইন শৃঙ্খলার অবনতির কারণে বারে বারে নিচুতলার পুলিশ কর্মীদের শাস্তির মুখে পড়তে হচ্ছে তাতে যারপরনাই ক্ষুব্ধ নিচুতলার পুলিশ কর্মীরাও৷ এবার পুলিশ কর্মীদের অন্দরে ধিকি ধিকি করে বাড়তে থাকা সেই ক্ষোভের আগুনেই ঘৃতাহুতি দিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা (থিঙ্ক ট্যাঙ্ক) ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷

নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘বাংলায় আইনের শাসন নেই সেটা আপনারাও বিলকুল জানেন৷ কেন নেই সেটাও আপনাদের অজানা নয়৷ মনে রাখবেন, আপনাদের উর্দিকে ব্যবহার করে আপনাদেরই কিন্তু বারে বারে বলির পাঁঠা করা হচ্ছে৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘নিজেদের ইউনিফর্মের দায়িত্ব পালন করুন৷ সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং যেই দোষী হোক তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এলাকাকে ভয় মুক্ত করার দায়িত্ব পালন করুন৷ হ্যাঁ, এই কাজ করতে গিয়ে হয়তো শাসকের চক্ষুশূল হতে হবে৷ তবু বলব, শাস্তি পেতে হলে প্রকৃত ডিউটি করে শাস্তির মুখে পড়ুন৷ সেটা অনেক সম্মানজনক হবে৷’’

নিচুতলার পুলিশ কর্মীদের বারে বারে বলির পাঁঠা কেন করা হবে, তুলেছেন সেই প্রশ্নই৷ নাম না করে আক্রমণ শানিয়েছেন শাসকদলের বীরভূমের ‘শাহেনশা’ অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘আরে থানার ওসিকে দোষারোপ না করে যিনি এলাকার রাজনৈতিক দায়িত্বে রয়েছেন ক্ষমতা থাকলে সেই নেতাকে আগে শাস্তি দিন৷ যিনি প্রতিনিয়ত এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছেন, গুন্ডা, মস্তানদের আশ্রয় দিচ্ছেন৷’’ বারে বারে শাস্তির মুখে পড়ে নিরুপায় পুলিশ কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে বলেও দাবি করেছেন৷ পুলিশ কর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘যা চলছে, তাতেনিচুতলার মধ্যে হতাশা বাড়ছে৷ পুলিশ আঘধিকারিকদের ভাবতে হবে, তাঁরা কি ধরণের ভবিষ্যৎ চায়৷ কারণ, তাঁদের এই আচরণে মানুষ ক্ষুব্ধ৷’’

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …