আপনাদেরই কিন্তু বলির পাঁঠা করা হচ্ছে, নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বার্তা অনির্বাণের

In News

সুমন বটব্যাল, কলকাতা: হাওড়ার আমতার পর এবার বীরভূমের রামপুরহাট৷ আনিস কাণ্ডে বিভাগীয় শাস্তির মুখে পড়েছিলেন থানার ওসি৷ রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার অব্যাহতি পরেই ‘ক্লোজ’ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদ ও ওসি ত্রিদীপ প্রামাণিককে৷ আপাত দৃষ্টিতে দুটি ঘটনার মধ্যে বিস্তর ফারাক থাকলেও যেভাবে আইন শৃঙ্খলার অবনতির কারণে বারে বারে নিচুতলার পুলিশ কর্মীদের শাস্তির মুখে পড়তে হচ্ছে তাতে যারপরনাই ক্ষুব্ধ নিচুতলার পুলিশ কর্মীরাও৷ এবার পুলিশ কর্মীদের অন্দরে ধিকি ধিকি করে বাড়তে থাকা সেই ক্ষোভের আগুনেই ঘৃতাহুতি দিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা (থিঙ্ক ট্যাঙ্ক) ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷

নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘বাংলায় আইনের শাসন নেই সেটা আপনারাও বিলকুল জানেন৷ কেন নেই সেটাও আপনাদের অজানা নয়৷ মনে রাখবেন, আপনাদের উর্দিকে ব্যবহার করে আপনাদেরই কিন্তু বারে বারে বলির পাঁঠা করা হচ্ছে৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘নিজেদের ইউনিফর্মের দায়িত্ব পালন করুন৷ সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং যেই দোষী হোক তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এলাকাকে ভয় মুক্ত করার দায়িত্ব পালন করুন৷ হ্যাঁ, এই কাজ করতে গিয়ে হয়তো শাসকের চক্ষুশূল হতে হবে৷ তবু বলব, শাস্তি পেতে হলে প্রকৃত ডিউটি করে শাস্তির মুখে পড়ুন৷ সেটা অনেক সম্মানজনক হবে৷’’

নিচুতলার পুলিশ কর্মীদের বারে বারে বলির পাঁঠা কেন করা হবে, তুলেছেন সেই প্রশ্নই৷ নাম না করে আক্রমণ শানিয়েছেন শাসকদলের বীরভূমের ‘শাহেনশা’ অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘আরে থানার ওসিকে দোষারোপ না করে যিনি এলাকার রাজনৈতিক দায়িত্বে রয়েছেন ক্ষমতা থাকলে সেই নেতাকে আগে শাস্তি দিন৷ যিনি প্রতিনিয়ত এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছেন, গুন্ডা, মস্তানদের আশ্রয় দিচ্ছেন৷’’ বারে বারে শাস্তির মুখে পড়ে নিরুপায় পুলিশ কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে বলেও দাবি করেছেন৷ পুলিশ কর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘যা চলছে, তাতেনিচুতলার মধ্যে হতাশা বাড়ছে৷ পুলিশ আঘধিকারিকদের ভাবতে হবে, তাঁরা কি ধরণের ভবিষ্যৎ চায়৷ কারণ, তাঁদের এই আচরণে মানুষ ক্ষুব্ধ৷’’

In News
सिक्किम में एक राष्ट्र एक चुनाव पर सम्मेलन का आयोजन किया गया।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का धन्यवाद जिनके नेतृत्व में इस पहल की शुरुआत हुई और आम जनमानस के बीच सार्थक चर्चा हो रही है। https://www.facebook.com/thesikkimtoday/videos/998716488481036/?rdid=bRqwQzWA8aM7AWmt  

In News
“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा !

“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा ! https://www.facebook.com/khabarsamay/videos/1219709386442272/?rdid=0YfUyztuMFO3Q9rx