হিটলারকেও ছাপিয়ে গিয়েছেন, বাংলায় নর্দমার রাজনীতি চলছে: Anirban Ganguly

In News

কলকাতা: আইনের শাসন কই? গণতন্ত্র তবে কি শুধুই কাগুজে কথা হয়েই রয়ে যাবে! বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Anirban Ganguly) কাছে রীতিমতো চিঠি লিখে সেটাই জানতে চাইলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷

পুরভোটের হাজারও হিংসার মধ্যে হুগলির কোন্নগড়েও ভোটের আগের দিন ঘটেছিল হিংসার ঘটনা৷ যার জেরে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে হুগলির কোন্নগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে৷ নিজের চিঠিতে সেটাই মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরতে চেয়েছেন অনির্বাণবাবু (Anirban Ganguly)৷ বলছেন, ‘‘অমানবিক, পাশবিক অত্যাচার বললেও বোধহয় কম বলা হয়৷ পশুরাও হয়তো পশুদের সঙ্গে এমন ব্যবহার করে না৷ যেটা আমাদের বর্ষীয়ান নেত্রী কৃষ্ণাদির সঙ্গে করা হল৷ মারের চোটে তাঁর দুটো পা ভেঙে গিয়েছে৷ শরীরে হাড়গোড় ভেঙে দিয়েছে৷ একটি হাতে গ্যাংরিং দেখা দিয়েছে৷ আরেকটি হাতও ভাঙা৷ অক্সিজেন চলছে৷ মায়ের তুল্য মানুষকে এমন আক্রমণ৷ ৩০ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত৷’’

প্রশ্ন তুলেছেন, ‘‘তাঁর অপরাধ কি ছিল? তিনি বিজেপি করেন? ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন৷ পরাজয় আটকাতে তাই এভাবে হামলা?’’ খানিক থেমে যোগ করেছেন, ‘‘আমি তৃণমূল নেত্রীর কাছে সেই ছবিটাই তুলে ধরতে চেয়েছি৷ মনে করাতে চেয়েছি, বাম শাসনকালে অত্যাচারে জর্জরিত মমতাকে সহযোগিতা করেছিলেন আডবানীজি৷ বাংলার অপশাসন মুক্তির কথা শুনিয়েছিলেন৷ বলেছিলেন, বদলা নয়, বদল চায়৷ কিন্তু বাস্তবে হচ্ছে টা কি? বিরোধী রাজনীতি করা যাবে না, এই বার্তাটা দিকে দিকে স্পষ্ট করে দিতে এমন অত্যাচার৷ যা হিটলার, স্ট্যালিনের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে৷’’

‘বাংলার পুলিশ শাসকের দলদাস’, অভিযোগের স্বপক্ষে বিজেপির থিঙ্কট্যাঙ্কের দাবি, ‘‘যারা কৃষ্ণাদিকে এভাবে নৃশংসভাবে অত্যাচার করল, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে৷ এক সপ্তাহ পরেও গ্রেফতার হয়নি৷ অভি়যোগ দায়ের হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি৷ উল্টে শাসকদলের স্থানীয় নেতারা বলছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা৷’’

এই প্রসঙ্গেই টেনে এনেছেন বারাণসীর প্রসঙ্গ৷ ‘‘উত্তরপ্রদেশে গিয়ে বড় বড় কথা বলা হচ্ছে৷ অথচ ওনার লজ্জা করে না৷ ক্ষমতা দখলে এতটাই মরিয়া যে বাংলায় রীতিমতো নর্দমার রাজনীতি নামিয়ে এনেছেন৷ যার জেরে বাংলায় শুধু নারী নির্যাতন বেড়েছে তাই নয়, বেড়েছে মহিলাদের ওপর রাজনৈতিক নির্যাতনও৷ তাই দিদির কাছে জানতে চেয়েছি, এর শেষ কোথায়?’’

In News
पाली: भारत की शास्त्रीय भाषा एवं बुद्ध की धरोहर

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी के नेतृत्व में केंद्र सरकार द्वारा पाली को शास्त्रीय भाषा का दर्जा देने के निर्णय पर आज दिनांक 12 नवंबर 2024 दिन मंगलवार को सारनाथ स्थित मूलगंध कुटी विहार में “पाली: भारत की शास्त्रीय भाषा एवं बुद्ध की धरोहर” विषयक संगोष्ठी का आयोजन किया गया। यह …

Articles
West Should Listen to Putin And Abandon One-Size-Fits-All Model: BJP Politician

President Putin’s address at the 31st Annual Valdai Discussion Club in Sochi was historic and reflective of the “spirit of the age,” Dr. Anirban Ganguly, a member of the BJP National Executive, told Sputnik India. The Western countries should listen to President Vladimir Putin’s advice and immediately abandon their “one-size-fits-all approach” to …

In News
কাঁথির কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ী সমিতির হাতে “শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান” তুলে দিলেন ডঃ অনির্বাণ গাঙ্গুলি

ইতি মধ্যেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষের মনে খুশির হাওয়া লেগেছে। এই আনন্দ মুহুর্তে কাঁথির কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ী সমিতি পেল ‘শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪’. এই সন্মান বিগত ৫ বছর ধরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হচ্ছে। এই সন্মান শহরের থেকে দূরে …