Anirban Ganguly: বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট

In News

কলকাতা: এরাজ্যে সিট গঠন করা হয় সত্য চাপা দেওয়ার জন্য। তা না হলে পরিবার যখন চাইছে তখন সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘বাংলার বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট (স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম)৷ ’’

‘খাস খবর’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাত ১টার সময় পুলিশের উর্দি পরে কয়েকজন এল, একজন বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আটকে রাখল, বাকিরা গিয়ে ছেলেকে ছাদ থেকে ফেলে দিল৷ আর উনি (মুখ্যমন্ত্রী) দেখাচ্ছেন, উনি কিছু জানেন না? আসলে উনি সবটাই জানেন৷ ভালভাবে জানেন৷ কেন এনকাউন্টার করা হল? আনিসের রাজনৈতিক সম্ভবনা ছিল বলে? শুধু ভোটের জন্য সংখ্যালঘুদের দরকার? বাকি সময় তাদের উঠতে না দেওয়া? আসলে সব সম্প্রদায়কে উনি এভাবেই ব্যবহার করছেন৷’’

প্রশ্ন তুলেছেন, ‘‘এরা কারা? এমন ভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হল কেন? সিট নিরপেক্ষভাবে তদন্ত করবে?’’ জবাবও দিয়েছেন নিজেই, ‘‘অবশ্যই করবে না৷ বরং বিপদে পড়লে সিটকে সামনে রেখে সত্য চাপা দেওয়ার জন্য এসব করা হয়৷’’ তাচ্ছিল্যের সুরে যোগ করেছেন, ‘‘নবান্নে ডেকে ধমকানি হয়৷ মুখ বন্ধ করার চেষ্টা হয়৷ আসলে এখানে এমন একটা তন্ত্র উনি(পড়ুন, মুখ্যমন্ত্রী) তৈরি করেছেন৷ যেটা ভয়, ধমকানি, চমকানের ওপর বেস করা৷ ’’

দাবি তুলেছেন, ‘‘এখনও পর্যন্ত মাননীয়ার জমানায় যে কটা কমিশন এবং সিট তৈরি করা হয়েছে, তার স্ট্যাটাস প্রকাশ করা হোক৷ পরিবার যেখানে দাবি করছে, সেখানে সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি কেন? এর থেকেই তো স্পষ্ট সিট তদন্তের সঙ্গে জড়িয়ে আছে প্রহসন, বিভ্রান্ত করার চেষ্টা এবং ভোটের রাজনীতি৷’’

In News
सिक्किम में एक राष्ट्र एक चुनाव पर सम्मेलन का आयोजन किया गया।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का धन्यवाद जिनके नेतृत्व में इस पहल की शुरुआत हुई और आम जनमानस के बीच सार्थक चर्चा हो रही है। https://www.facebook.com/thesikkimtoday/videos/998716488481036/?rdid=bRqwQzWA8aM7AWmt  

In News
“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा !

“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा ! https://www.facebook.com/khabarsamay/videos/1219709386442272/?rdid=0YfUyztuMFO3Q9rx