Anirban Ganguly: বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট

In News

কলকাতা: এরাজ্যে সিট গঠন করা হয় সত্য চাপা দেওয়ার জন্য। তা না হলে পরিবার যখন চাইছে তখন সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘বাংলার বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট (স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম)৷ ’’

‘খাস খবর’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাত ১টার সময় পুলিশের উর্দি পরে কয়েকজন এল, একজন বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আটকে রাখল, বাকিরা গিয়ে ছেলেকে ছাদ থেকে ফেলে দিল৷ আর উনি (মুখ্যমন্ত্রী) দেখাচ্ছেন, উনি কিছু জানেন না? আসলে উনি সবটাই জানেন৷ ভালভাবে জানেন৷ কেন এনকাউন্টার করা হল? আনিসের রাজনৈতিক সম্ভবনা ছিল বলে? শুধু ভোটের জন্য সংখ্যালঘুদের দরকার? বাকি সময় তাদের উঠতে না দেওয়া? আসলে সব সম্প্রদায়কে উনি এভাবেই ব্যবহার করছেন৷’’

প্রশ্ন তুলেছেন, ‘‘এরা কারা? এমন ভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হল কেন? সিট নিরপেক্ষভাবে তদন্ত করবে?’’ জবাবও দিয়েছেন নিজেই, ‘‘অবশ্যই করবে না৷ বরং বিপদে পড়লে সিটকে সামনে রেখে সত্য চাপা দেওয়ার জন্য এসব করা হয়৷’’ তাচ্ছিল্যের সুরে যোগ করেছেন, ‘‘নবান্নে ডেকে ধমকানি হয়৷ মুখ বন্ধ করার চেষ্টা হয়৷ আসলে এখানে এমন একটা তন্ত্র উনি(পড়ুন, মুখ্যমন্ত্রী) তৈরি করেছেন৷ যেটা ভয়, ধমকানি, চমকানের ওপর বেস করা৷ ’’

দাবি তুলেছেন, ‘‘এখনও পর্যন্ত মাননীয়ার জমানায় যে কটা কমিশন এবং সিট তৈরি করা হয়েছে, তার স্ট্যাটাস প্রকাশ করা হোক৷ পরিবার যেখানে দাবি করছে, সেখানে সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি কেন? এর থেকেই তো স্পষ্ট সিট তদন্তের সঙ্গে জড়িয়ে আছে প্রহসন, বিভ্রান্ত করার চেষ্টা এবং ভোটের রাজনীতি৷’’

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …