Anirban Ganguly: বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট
- By : Anirban Ganguly
- Category : In News
কলকাতা: এরাজ্যে সিট গঠন করা হয় সত্য চাপা দেওয়ার জন্য। তা না হলে পরিবার যখন চাইছে তখন সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘বাংলার বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট (স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম)৷ ’’
‘খাস খবর’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাত ১টার সময় পুলিশের উর্দি পরে কয়েকজন এল, একজন বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আটকে রাখল, বাকিরা গিয়ে ছেলেকে ছাদ থেকে ফেলে দিল৷ আর উনি (মুখ্যমন্ত্রী) দেখাচ্ছেন, উনি কিছু জানেন না? আসলে উনি সবটাই জানেন৷ ভালভাবে জানেন৷ কেন এনকাউন্টার করা হল? আনিসের রাজনৈতিক সম্ভবনা ছিল বলে? শুধু ভোটের জন্য সংখ্যালঘুদের দরকার? বাকি সময় তাদের উঠতে না দেওয়া? আসলে সব সম্প্রদায়কে উনি এভাবেই ব্যবহার করছেন৷’’
প্রশ্ন তুলেছেন, ‘‘এরা কারা? এমন ভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হল কেন? সিট নিরপেক্ষভাবে তদন্ত করবে?’’ জবাবও দিয়েছেন নিজেই, ‘‘অবশ্যই করবে না৷ বরং বিপদে পড়লে সিটকে সামনে রেখে সত্য চাপা দেওয়ার জন্য এসব করা হয়৷’’ তাচ্ছিল্যের সুরে যোগ করেছেন, ‘‘নবান্নে ডেকে ধমকানি হয়৷ মুখ বন্ধ করার চেষ্টা হয়৷ আসলে এখানে এমন একটা তন্ত্র উনি(পড়ুন, মুখ্যমন্ত্রী) তৈরি করেছেন৷ যেটা ভয়, ধমকানি, চমকানের ওপর বেস করা৷ ’’
দাবি তুলেছেন, ‘‘এখনও পর্যন্ত মাননীয়ার জমানায় যে কটা কমিশন এবং সিট তৈরি করা হয়েছে, তার স্ট্যাটাস প্রকাশ করা হোক৷ পরিবার যেখানে দাবি করছে, সেখানে সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি কেন? এর থেকেই তো স্পষ্ট সিট তদন্তের সঙ্গে জড়িয়ে আছে প্রহসন, বিভ্রান্ত করার চেষ্টা এবং ভোটের রাজনীতি৷’’