ধরমপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বাঁশ নিয়ে তাড়া, গাড়ি ভাঙচুর

In News

ধরমপুর, 29 এপ্রিল : আজ শেষ দফার ভোটগ্রহণ ৷ সকাল থেকেই অনুব্রত মণ্ডলের গড়ে সংঘর্ষ অব্যাহত ৷ বিজেপি কর্মীদের উপর হামলার একাধিক অভিযোগ উঠছে ৷ এসবের মাঝে বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার ছবি এল প্রকাশ্যে ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বোলপুরের ধরমপুর এলাকা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ধরমপুরে বুথ পরিদর্শনে যান ৷ সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ শুধু তাই নয়, তাঁকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ এর পাশাপাশি তাঁর গাড়ি ভাঙচুর, তাঁকে ও তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন ৷ খবর পেয়ে পুলিশ আসে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এ প্রসঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, বোলপুরের মানুষ যেন সন্ত্রাসের সামনে মাথা নত না করেন ৷ ধমকানি চমকানির সামনে মাথা নত না করেন ৷ অরাজকতা সৃষ্টিকারীদের বিদায় বেলা এসে গিয়েছে ৷ আগামী দিনে সোনার বাংলা তৈরি হবে ৷ সোনার বাংলা গড়ার সময় হয়ে এসেছে ৷ ভোট দিন, সন্ত্রাসকে হারান ৷

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …