ধরমপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বাঁশ নিয়ে তাড়া, গাড়ি ভাঙচুর

In News

ধরমপুর, 29 এপ্রিল : আজ শেষ দফার ভোটগ্রহণ ৷ সকাল থেকেই অনুব্রত মণ্ডলের গড়ে সংঘর্ষ অব্যাহত ৷ বিজেপি কর্মীদের উপর হামলার একাধিক অভিযোগ উঠছে ৷ এসবের মাঝে বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার ছবি এল প্রকাশ্যে ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বোলপুরের ধরমপুর এলাকা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ধরমপুরে বুথ পরিদর্শনে যান ৷ সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ শুধু তাই নয়, তাঁকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ এর পাশাপাশি তাঁর গাড়ি ভাঙচুর, তাঁকে ও তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন ৷ খবর পেয়ে পুলিশ আসে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এ প্রসঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, বোলপুরের মানুষ যেন সন্ত্রাসের সামনে মাথা নত না করেন ৷ ধমকানি চমকানির সামনে মাথা নত না করেন ৷ অরাজকতা সৃষ্টিকারীদের বিদায় বেলা এসে গিয়েছে ৷ আগামী দিনে সোনার বাংলা তৈরি হবে ৷ সোনার বাংলা গড়ার সময় হয়ে এসেছে ৷ ভোট দিন, সন্ত্রাসকে হারান ৷

In News
सिक्किम में एक राष्ट्र एक चुनाव पर सम्मेलन का आयोजन किया गया।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का धन्यवाद जिनके नेतृत्व में इस पहल की शुरुआत हुई और आम जनमानस के बीच सार्थक चर्चा हो रही है। https://www.facebook.com/thesikkimtoday/videos/998716488481036/?rdid=bRqwQzWA8aM7AWmt  

In News
“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा !

“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा ! https://www.facebook.com/khabarsamay/videos/1219709386442272/?rdid=0YfUyztuMFO3Q9rx