স্কুলের নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে নেতাজি নেই
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
স্কুলের নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে নেতাজি নেই; বাংলার মাটিতে যে জাতীয়তাবাদের আন্দোলন শুরু হয়েছিলো তারও উল্লেখ নেই। বামপন্থীরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিলো ; বামপন্থী শাসনের শিক্ষাব্যবস্থায় স্কুলপাঠ্যে নেতাজির স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পড়ানো হতো না এই সরকারের স্কুলপাঠ্যে গত নবছরে নেতাজি ব্রাত্য ছিলো। কিন্তু আজ রাজনীতির স্বার্থে মুখ্যমন্ত্রী হঠাৎ নেতাজি প্রেমী হয়েছে। দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সাথে নেতাজিকে তুলনা করে চূড়ান্ত অপমানও করা হচ্ছে বঙ্গভূমির এই বীরসন্তানকে।