সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিবিআইয়ের হানাতে পরিষ্কার হচ্ছে,পশ্চিমবঙ্গে গরুপাচারের চক্র কতো গভীরে রয়েছে।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিবিআইয়ের হানাতে পরিষ্কার হচ্ছে,পশ্চিমবঙ্গে গরুপাচারের চক্র কতো গভীরে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তে পরিষ্কার গরুপাচারের সাথে যুক্ত যেই থাকুক না কেন, সে বিএসএফ বা কাস্টমসের আধিকারিক থেকে শুরু করে পুলিশ-প্রশাসন ও রাজনৈতিক নেতা কেউ ই ছাড় পাবেনা। গরুপাচারকারী এনামুল হকের একাউন্টে কয়েকশো কোটি টাকা। রাঘব বোয়াল রাজনৈতিক নেতাদের হাত এনামুলের মাথায় না থাকলে কোনদিনই এটা সম্ভব নয়। বছরের পর বছর ধরে এই গরুপাচারের ফায়দা লুটেছে বাম ও তৃণমূলের শাসকদল।