২০১৬ থেকে প্রতি বছর এতো খরচা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যে হোল কিন্তু তারকোন সাবআজ পর্যন্তনেই।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
২০১৬ থেকে প্রতি বছর এতো খরচা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যে হোল কিন্তু তার কোন হিসাব আজ পর্যন্ত নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি উপকারে আসলো? রাজ্যের কি উন্নতি হোল। বিশ্ববাংলা-ভাইপো – পিসি কার উপকারে এলো? পশ্চিমবঙ্গের জনগণকে আর কত ধোঁকা দেবেন? রাজ্যপালকেই তো প্রশ্নের উত্তর দিচ্ছেননা! জনগণকে বোকা বানিয়ে জনগনের পয়সায় ওনার পার্টি চালাচ্ছেন। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যায় এখন রাজ্যসরকারের হুশ ফিরেছে।