Pishi and Bhaipo themselves are misleading the people of West Bengal
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
পিসি ও ভাইপো নিজেরাই পশ্চিমবঙ্গের মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযান থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে, মানুষকে বিভ্রান্ত করছে। এই যে এতো পরিযায়ী শ্রমিক ফিরে এলো তার কোন লিস্ট রাজ্য সরকারের কাছে নেই? বিভিন্ন রাজ্য এর সুবিধা নিলেও পশ্চিমবঙ্গের সরকার নিজের রাজ্যের মানুষকে এর থেকে বঞ্চিত করলো। কৃষাণ সম্মান নিধি থেকে এরাজ্যের কৃষকদের বঞ্চিত করেছেন, আয়ুষ্মান ভারত থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করলেন, এরপর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করলো পিসি ভাইপো