কিভাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সমগ্র বাংলাকে,পাকিস্তানে চলে যাওয়া আটকে জিন্নার স্বপ্নভঙ্গ করেছিলেন?
- By : Anirban Ganguly
- Category : Video Gallery
Video Gallery
কিভাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সমগ্র বাংলাকে,পাকিস্তানে চলে যাওয়া আটকে জিন্নার স্বপ্নভঙ্গ করেছিলেন? ডঃ মুখার্জি জনমত তৈরী করেছিলেন, সেসময়ের বিদগ্ধজন যেমন যদুনাথ সরকার, রমেশ চন্দ্র মজুমদার, প্রফেসর সুনীতি কুমার চ্যাটার্জি, ডঃ মেঘনাদ সাহা, উপেন্দ্রনাথ ব্যানার্জি, ডঃ বিধান চন্দ্র রায়, সুরেন্দ্র মোহন ঘোষ সহ অন্যান্য সকল বিশিষ্টজনকে একই সহমতে নিয়ে আসতে পেরেছিলেন, যে বাঙ্গালি হিন্দুর সংস্কৃতিরক্ষার্থে সুষ্ঠ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্যে বাংলার একটা ভুখন্ড হিন্দুবাঙ্গালীকে দিতে হবে। আজ ২০শে জুন পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙ্গালির সেদিনের সেই লড়াই ও তার বাস্তবায়নে পশ্চিমবঙ্গের সৃষ্টিকে স্মরণ করার দিন। আসুন, আমরা এই দিনটি উদযাপন করি ও পশ্চিমবঙ্গকে রক্ষা করার সংকল্প গ্রহণ করি।