ও ১ জন সন্ন্যাসিনীকে কি করেছিলো বামপন্থী শাসকদল তা আমরা ভুলিনি।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery
Video Gallery
১৯৮২ সালের ৩০ এপ্রিলের দিন পশ্চিমবঙ্গের কলকাতার উপকন্ঠে বালিগঞ্জ বিজনসেতুর কাছে আনন্দমার্গী ১৬ সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীকে কি করেছিলো বামপন্থী শাসকদল তা আমরা ভুলিনি। দিনের বেলায় সংঘটিত হওয়া সত্বেও এই ঘটনার জন্য আজও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আনুষ্ঠানিক বিচারবিভাগীয় তদন্তের জন্য বারে বারে আহ্বান জানানোর পর ২০১২ সালে যে তদন্ত-কমিশন গঠন করা হলো তারা কি করছে। বিজন সেতু আনন্দমার্গী থেকে পালগড়ের ঘটনায় কমিউনিস্ট ও বুদ্ধিজীবীদের মানবতা জাগেনা।